/

সদস্য সভার কার্যবিবরণী ও গৃহীত সিদ্ধান্তসমূহ (তারিখঃ ১১ অক্টোবর ২০২৫)

অদ্য ১১/১০/২০২৫ তারিখে সকল সদস্যদের উপস্থিতিতে সংক্ষিপ্ত ও সন্তোষজনক আলোচনা অনুষ্ঠিত হয়।  আজকের আলোচনায় নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

১. নতুন অফিস চালুর বিষয়ে সকলে সন্তোষ প্রকাশ করেন।

২. নতুন জেনারেল সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে বার্ষিক চাঁদা ফি- ১০,০০০/- (দশ হাজার) টাকা জমা প্রদান সাপেক্ষে  জেনারেল সদস্য হিসেবে এক্সেসরিজ ব্যবসার সাথে জড়িত ব্যক্তিগত সদস্য হইতে পারিবেন।

৩. আগামী ১৬/১০/২০২৫ ইং হইতে ফুড ডিভিশন নিয়মিত সকল সদস্যদের সেবায় নিয়োজিত থাকবে।

৪. সদস্যদের সেবায় চারটি সহায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়ঃ

  • Bank & Insurance
  • Customs & Vat
  • Entertainment and Welfare, Recreation
  • Promotion & Publication

যারা উক্ত সহায়ক কমিটিতে অন্তর্ভুক্ত হতে চান, তারা WhatsApp Group-এ জানাতে পারেন।

৫. রিক্রিয়েশন বিষয়ে — বিলিয়ার্ড বোর্ড / টেবিল টেনিস ইত্যাদি দ্রুত স্থাপন করার সিদ্ধান্ত হয় এবং উক্ত বিষয়ে সদস্যদের মতামত প্রদানের জন্য WhatsApp Group ব্যবহারের অনুরোধ করা হয়।

সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Add a Comment